চলতি (২০২২-২৩) অর্থবছরে ৬৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার।
বুধবার (২০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১-২১ অর্থবছরে রপ্তানিতে আমরা ৬০ বিলিয়ন ডলার আয় করেছি। সবদিক বিবেচনা করে এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এমন কিছু নির্ধারণ করা হবে না, যা অর্জনযোগ্য নয়।
গতবছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫১ বিলিয়ন ডলার। আর রপ্তানি হয়েছে ৬০ বিলিয়ন ডলার।
মন্তব্য করুন