দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করায় গত বছরের অক্টোবরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টে নির্বাচনের অযোগ্য ঘোষণা ও তার সদস্যপদ খারিজ করে।
এর ধারাবাহিকতায় ইসিপি এখন পিটিআই চেয়ারম্যানের পদ থেকে ইমরানকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে। ইমরানের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগটি তোশাখানা বিতর্ক হিসেবে পরিচিতি। খবর জিও নিউজের।
পিটিআইয়ের প্রধান পৃষ্ঠপোষক পদে ইমরান খানকে নিযুক্ত করার বিষয়টি দল থেকে বিবেচনা করা হচ্ছে বলে রোববার এক বিবৃতিতে বলা হয়।
এরই মধ্যে ইমরান খানকে সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দেশটির নির্বাচন কমিশন মিয়ানওয়ালি-১ (ন্যাশনাল অ্যাসেম্বলি-৯৫) আসনের নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন।
ইসিপির এ আদেশের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে গেছেন পিটিআই প্রধান ইমরান খান। ইমরান খানের বিরুদ্ধে ইসিপিকে এখনই কোন ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্টে বিচারপতি জাওয়াদ হাসান।
এদিকে এসব আইনি জটিলতা এড়াতে দলীয় প্রধানের পদ ছেড়ে ইমরান খানকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নিযুক্ত করার বিষয়ে শুক্রবার পিটিআইয়ের সভায় আলোচনা হয়েছে।
মন্তব্য করুন