ভারতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাথাড়ি গুলি চালিয়েছে এক পুলিশকর্মী। এ ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এরপর ওই পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১০ জুন) দুপুরের এ ঘটনা ঘটে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পুলিশকর্মীর এলোপাথাড়ি ছোড়া গুলিতেই এই কাণ্ড। তার বন্দুকের গুলি ছুটে এসে লাগে পথচারী এক মহিলার গায়ে। পরে তিনিও নিজ গুলিতে আত্মহত্যা করেন।
জানা গেছে, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিসে কর্মরত ছিলেন ওই পুলিশকর্মী। সেখান থেকে বেড়িয়ে ৫০ মিটার হেঁটে এসে ১০-১৫ রাউন্ড গুলি চালান তিনি।
হাই কমিশনে ডিউটিতে থাকা অন্য পুলিশ সদস্যরা জানান, গুলি ছোড়া পুলিশ সদস্য তাদের কাছ থেকে চা খেতে যাচ্ছেন এমনটা বলে একটু দূরে যান। এরপরে ওই নারী আসলে তাকে গুলি করেন তিনি। পরে কিছুটা দূরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে নিজেই নিজের থুতনিকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায় নি।
এস.এম/ডিএস
মন্তব্য করুন