ব্যাংকে ডাকাতি করতে রাস্তায় গর্ত খুড়ছিলেন এক যুবক। কিন্তু মাটি ধসে গর্তে আটকা পড়েন ওই যুবক। পরে খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মীরা এসে তাকে উদ্ধার করেন। খবর সিএনএনের।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ইতালির রাজধানী রোমে এ ফিল্মি ঘটনাটি ঘটেছে ।
উদ্ধারকর্মীরা যখন তাকে উদ্ধার করে রাস্তা খোড়ার কারণ জানতে চান, তখনই আসল ঘটনা প্রকাশ পায়।
আরো পড়ুন : ভালোবাসার টানে মিশরীয় তরুণী দিনাজপুরে
৪ সদরস্যর একটি ডাকাত দলের সদস্য ছিলেন ওই যুবক। একটি ব্যাংকে ডাকাতির জন্য পাশের রাস্তায় গত বৃহস্পতিবার সুরঙ্গ খোঁড়া শুরু করেন।
একপর্যায়ে ভূমি ধসে আটকা পড়লে দ্রুত উদ্ধারকর্মীরা এসে ধসে যাওয়া গর্ত থেকে তাকে জীবীত উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের বাকি সদস্যরা একটি গাড়িতে করে পালিয়ে যায়।
আট ঘণ্টা অভিযান চালিয়ে ধসে যাওয়া গর্ত থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার দেওয়া তথ্যে পুলিশ পালিয়ে যাওয়া ডাকাতদলের ২ সদস্যকে আটক করেছে।
আর.ডিবিএস
মন্তব্য করুন