হাঙরের সাথে লড়াই করে হাঙরের মুখ থেকে বোনকে ছিনিয়ে নিয়ে আসে তার ভাই। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
ফ্লোরিডার একটি জনপ্রিয় বিচে সাঁতার কাটছিলেন এক তরুণী। হঠাৎ একটি হাঙর তার পা কামড়ে ধরে। এ সময় আক্ষরিক অর্থেই হাঙরের সঙ্গে লড়াই করে হাঙরের মুখ থেকে বোনকে বাঁচান তার ভাই। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা অ্যাডিসন বেথিয়া সেখানকার একটি জনপ্রিয় বিচে সাঁতার কাটতে যান। এ সময় একটি হাঙর তার পা কামড়ে ধরে। অ্যাডিসন হাঙরের চোখে খোঁচা দিয়ে এবং হাঙরটিকে ঘুসি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন। কিন্তু হাঙরটি তাকে ছাড়েনি বলে তার বাবা শেন বেথিয়া এক ফেসবুক পোস্টে জানিয়েছেন।
আরো পড়ুন : ছাগল আনতে গিয়ে প্রাণ হারালো স্কুলছাত্রী
শেন বেথিয়া ওই পোস্টে আরও জানান, এ সময় অ্যাডিসনের সঙ্গে তার ভাই রেট উইলিংহামের ছিলেন। রেট একজন অগ্নিনির্বাপক কর্মী। তিনি আক্ষরিক অর্থে হাঙ্গরের সঙ্গে লড়াই বোনকে ছিনিয়ে নিয়ে তাকে একটি অচেনা ব্যক্তির নিকটবর্তী নৌকায় তোলেন।
পায়ে মারাত্মক ক্ষত নিয়ে অ্যাডিসন চিকিৎসাধীন রয়েছেন বলে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।
আর.ডিবিএস
মন্তব্য করুন