বয়স ৪১। তবে এখনও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। যদিও ২০২১ সালের পর পাকিস্তান দলে সুযোগ হয়নি তার। তবে আগামী বছরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন মালিক।
পাকিস্তানকে একসময় নেতৃত্ব দেয়া শোয়েব মালিক বর্তমানে খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল)। কিছুদিন আগেই তিনি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি মাতিয়ে এসেছেন। এই বয়সে যখন ক্রিকেটাররা অবসরের কথা ভাবেন বা নিয়ে নেন, তবে মালিক এখনও স্বপ্ন দেখেন পাকিস্তানের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার।
তিন দশক ধরে ক্রিকেট খেলে যাওয়া শোয়েব মালিক বলেন, ‘আমি টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছি। খেলা ছাড়ার সময় আমার ব্যাটে রান ছিল। আমি এখনো পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলতে চাই। তবে মনে হয় না ক্রিকেট বোর্ড আমাকে আর সুযোগ দেবে। আমি তত দিন খেলে যাব, যত দিন আমার মনোবল আছে।’
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হয় শোয়েব মালিকের। এরপর দলের ত্রাতা হয়ে খেলে গেছেন তিন ফরম্যাটেই। ২০১৫ সালে টেস্ট এবং ২০১৯ সালে ওয়ানডে থেকে অবসর নিলেও এখনও টি-টোয়েন্টিকে বিদায় বলেননি এক সময় পাকিস্তানকে নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার।
তবে ২০২১ সালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি তাকে। তাই শোয়েব মালিক ভেবেই নিয়েছেন আর জাতীয় দলে হয়তো তার আর খেলা হবেনা। বাংলাদেশের বিপক্ষে শেষবার পাকিস্তানের হয়ে খেলেছিলেন মালিক।
মন্তব্য করুন