হেডফোনটি গান শোনানোর পাশাপাশি বাতাসে থাকা ধুলাবালি শোষণ করে বিশুদ্ধ বাতাস দিতে সক্ষম। হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে একাধিক ফিল্টার ও এয়ার পাম্প যা ধুলোবালি প্রতিরোধের পাশাপাশি ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে।
ওয়্যারলেস প্রযুক্তি সমর্থন করায় হেডফোনটিতে তারের ঝামেলা নেই। নয়েজ ক্যান্সলেশন প্রযুক্তি ব্যবহার করা হেডফোনটিতে নিখুঁত শব্দ শোনা যায়। এছাড়াও হেডফোনটি বাতাস বিশুদ্ধ করার গতি নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ বাতাসের ধুলাবালির পরিমাণ অনুযায়ী হেডফোনের ফিল্টারের গতি কম বা বেশি করা যাবে। আবার চাইলে পুরোপুরি ভাবে বন্ধ রাখা যাবে।
বিশেষ এই হেডফোনটি বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে জানিয়েছে ডায়াসন ।
লাবু/এস.এম/ডিএস
মন্তব্য করুন