প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজর করা হয়। বিয়ের আসরে কনের পরিবারের সবার সন্দেহ হয় বর মানসিক ভারসাম্যহীন। বিষয়টি পরীক্ষা করার জন্য বরকে ১০ টাকার ৩০টি নোট গুনতে দেওয়া হয়। কিন্তু বর নোট গুনতে ব্যর্থ হন।
আর এ কারণেই বিয়ে বাতিল করে দেন কনে। এ নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বিতণ্ডা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারা দুপক্ষকে নিয়ে সমস্যাটি মিটমাট করার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবে কনে বিয়ে করতে রাজি হননি। ফলে বাধ্য হয়েই বরপক্ষকে চলে যেতে হয়।
কনের ভাই জানান, তাদের একজন নিকটাত্মীয় বর ঠিক করেছিলেন। ওই আত্মীয়ের প্রতি বিশ্বাস থাকায় বিয়ের আগে তারা বরকে দেখেননি। কিন্তু বিয়ের অনুষ্ঠানে ছেলের আচরণ দেখে সন্দেহ হয় তাদের। পরে তাকে ৩০টি ১০ টাকার নোট গুনতে দেওয়া হয়। কিন্তু সে না পারায় তার বোন বিয়ে বাতিল করে দেন। সূত্র : যুগান্তর।
মন্তব্য করুন