গত নভেম্বরের শেষের দিকে চীনের হেনান প্রদেশের বিয়াং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ২৫ বছর বয়সি হউ নামের এক ব্যক্তির সঙ্গে ২০২১ সালে আলাপ হয় লি নামের এক তরুণীর। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের ৩৩ দিনের রাতে হোউ অফিসের কাজ করতে করতে ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠেন দেখেন তার স্ত্রী গায়েব। ঠিক কেন স্ত্রী ছেড়ে চলে গেলেন, তা-ও বুঝতে পারেননি তিনি। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পর প্রশাসনের সামনে হাজির হন স্ত্রী। কিন্তু সেখানে ওই তরুণী দাবি করেন, সুখী দম্পতি তাঁরা। তাঁদের মধ্যে কোনও ঝামেলা নেই। এর পরই বিবাহবিচ্ছেদের মামলা করেন হউ। এই মাসেই সেই মামলার শুনানি রয়েছে। কিন্তু তার আগেই স্ত্রীর বাড়ির সামনে ধর্না দিতে দেখা গিয়েছে তাঁকে। স্ত্রীর বাড়ির সামনে রীতিমতো প্ল্যাকার্ড ও মাইক হাতে বিয়ের মোট খরচের একাংশ ফেরত চাইছেন তিনি।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে
ওই যুবকের অভিযোগ বিয়েতে তার মোট খরচ হয়েছিল ৫ লাখ ১০ হাজার ইউয়ান (প্রায় ৭৫ লাখ টাকা)। এর বড় একটা অংশ ধার করতে হয়েছিল তাঁকে। কিছু অর্থ দিয়েছিলেন তাঁর মা–বাবা। বাকিটা আত্মীয়স্বজন। এখন তিনি স্ত্রীর কাছে ক্ষতিপূরণ বাবদ ১ লাখ ৪০ হাজার ইউয়ান চাইছেন। হোউ বলেন, ‘আমরা বিয়েতে লিকে যে গয়না দিয়েছিলাম, তার দাম বাবদ ৪০ হাজার ইউয়ান আর নগদ ১ লাখ ইউয়ান চেয়েছি।’
এদিকে এ ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। চীনের এক ব্যক্তি লিখেছেন, ‘এমন আরও ঘটনা সামনে আসবে। হেনানে বিয়ে করতে হলে কনেপক্ষকে এক লাখ ইউয়ানের বেশি দিতে হয়। ফলে ছেলে বিয়ে দিতে গিয়ে এখন প্রায়ই মা–বাবাকে ঋণ করতে হচ্ছে।’
মন্তব্য করুন