চার বছর আগে শুরু হয়েছিল রণবীর আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত মাসে প্রকাশ পেয়েছে এ সিনেমার ট্রেলার। প্রকাশের পর বেশ প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ পেয়েছে এই সিনেমার গান।
রণবীর-আলিয়ার বিয়ে উপলক্ষে পরিচালক অয়ন মুখার্জি এই সিনেমার ‘কেসারিয়া’ গানের ঝলক শেয়ার করেছেন। প্রকাশের পর সেই ক্লিপটি ভাইরাল হয়ে যায়। এবার সম্পূর্ণ গান এসেছে প্রকাশ্যে।
গান প্রকাশের ঘণ্টাখানেকের মাঝেই ভিউ হয়ে যায় ১ মিলিয়ন। গানটি গেয়েছেন অরিজিত সিং। সুর করেছে প্রিতম। গানটি লিখেছে অমিতাভ। ২ মিনিট এবং ৫২ সেকেন্ডের গান চিত্রটিতে রণবীর এবং আলিয়ার রসায়ন দেখে মুগ্ধ নেটিজেনরা।
অয়ন মুখার্জির পরিচালনার এ সিনেমাতে মুখ্য চরিত্র শিবা ও ইশার চরিত্রে দেখা যাবে রণবীর-আলিয়াকে। এ সিনেমার সেটে বন্ধুত্ব, তারপর প্রেম। এরপর চলতি বছরের এপ্রিলে তাদের প্রেম পায় পরিণয়। নবদম্পতি এর জানিয়েছে তাদের ঘরে আসছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যমে সে খবর আলিয়া নিজেই জানিয়েছে যে, মা হতে চলেছেন তিনি।
‘রালিয়া’ ছাড়াও এই সিনেমাতে রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন। চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
মন্তব্য করুন