বৃহস্পতিবার( ৯ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে আগামী দুই বছরের জন্য পাঁচ নতুন সদস্য রাষ্ট্র নির্বাচিত হয়েছে । নিরাপত্তা পরিষদের নতুন নির্বাচিত সদস্য রাষ্ট্র হলো- ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।
এর আগে নিরাপত্তা পরিষদে ভারত সহ আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। বৃহস্পতিবার নির্বাচনে বাদ পড়ে এই পাঁচ রাষ্ট্র।
উল্লেখ্য, আগামি ২০২৩ সালের ১ লা জানুয়ারি থেকে নতুন পাঁচ সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কাজ করবে।
তথ্য সূত্রঃ রয়টার্স
এস.এম/ডিএস
মন্তব্য করুন