মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে আটোয়ারী উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বলরামপুর বাজারে অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন।
অভিযানে, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে, সুমি বেকারি কে ছয় হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ভাই ভাই ট্রেডার্স কে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক….
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন জানান, “অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধের দায়ে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী, দুই প্রতিষ্ঠানকে, আট হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ”
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি মূলক অভিযান নিয়মিত চলবে।
এস.এম/ডিএস