আটোয়ারীতে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০৪ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে আটোয়ারী থানা পুলিশ।
মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানাধীন বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের মেইন গেট সংলগ্ন নির্মাণাধীন মসজিদের সামনে বারঘটি তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক- মোঃ মশিউর রহমানের নের্তৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে পাঁকা রাস্তা থেকে মোটর সাইকেলযোগে মাদক পরিবহনের সময় ৩০ বোতল ফেন্সিডিল ও ০৪ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ মোঃ হারুন অর রশিদ(৩৪) কে গ্ৰেপ্তার করা হয়।
আটক মোঃ হারুন অর রশিদ আটোয়ারী থানার বন্দর পাড়া গ্ৰামের মোঃ হরমান আলীর ছেলে।
মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- সোহেল রানা জানান, ” এ ঘটনায় আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”
এস.এম/ডিএস