আইপিএল এর আয় ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বেশি

খেলা ডেস্ক
আপডেটঃ ১২ জুন, ২০২২ | ২:৫১ 254 ভিউ
খেলা ডেস্ক
আপডেটঃ ১২ জুন, ২০২২ | ২:৫১ 254 ভিউ
Link Copied!

ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও দামি লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। অর্থের ঝনঝনানির এই লিগে একেকজন ফুটবলারকে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভেড়ায় শত থেকে হাজার কোটি টাকায়। অথচ সে লিগকে নাকি আয়ের দিক থেকে পেছনে ফেলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এমনটাই দাবি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় লিগ আইপিএল। অর্থ ও দর্শক জনপ্রিয়তা সব দিক থেকে এর ধারেকাছে নেই অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে ফুটবল লিগগুলোর তুলনায় ক্রিকেট পিছিয়ে আছে ঢের। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, ইউরোপের ক্লাবগুলোর সেরা পাঁচটি লিগের ধারেকাছে থাকার কথা নয় ক্রিকেটের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির দাবি তার দেশের আইপিএলের আয় সবচেয়ে দামি ফুটবল লিগ প্রিমিয়ার লিগের চেয়েও বেশি।

এ বিষয়ে বিসিসিআই সভাপতি বলেন, ‘আইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বেশি আয় করছে। আমি খুশি ও গর্বিত যে, আমার পছন্দের খেলা খুব শক্তভাবে বিস্তৃতি লাভ করছে।

তিনি যোগ করেন, ‘আমি আইপিএলকে বিকশিত হতে দেখছি, যেখানে খেলোয়াড়রা লাখ থেকে শুরু করে কোটি টাকা আয় করছে। এই লিগটি সমর্থকদের, দেশের মানুষের ও বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আইপিএল ভবিষ্যতে আরো দৃঢ় ও প্রসারিত হবে।’

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলছেন আইপিএল হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি প্রতিযোগিতা। তিনি বলেন, ‘বর্তমানে একটি এনএফএল ম্যাচে সম্প্রচারকের খরচ হয় ১ কোটি ৭০ লাখ ডলার, যেটা যে কোনো ক্রীড়া লিগে সর্বোচ্চ। এরপর আছে ইপিএল, সেখানে ব্যয় হয় ১ কোটি ১০ লাখ। এমবিএলের খরচও এর কাছাকাছি। গত পাঁচ বছরের চক্রে আমরা এক আইপিএল ম্যাচ থেকে ৯০ লাখ ডলার পেয়েছি।’

তিনি যোগ করেন, ‘এবার ন্যূনতম ভিত্তিমূল্য অনুযায়ী প্রতি আইপিএল ম্যাচের জন্য বিসিসিআই ১ কোটি ২০ লাখ ডলার পাবে। এটা বিশ্বমঞ্চে ভারতীয় ক্রিকেটের জন্য বড় এক লাফ। আমরা তখন শুধু এনএফএলের পেছনে থাকব।’

২০১৭ সালে ১৬ হাজার ৩৪৭ কোটি রুপিতে ৫ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনেছিল স্টার গ্রুপ। তাদের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় গেল মাসে হওয়ার কথা ছিল নিলাম। কিন্তু সেটা বাড়ানো হয়েছে আরো এক মাস। এই সপ্তাহেই জানা যাবে কে পাচ্ছে ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব। সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে এবার সম্প্রচার স্বত্বের দাম উঠতে পারে ৭৭০ কোটি ডলার।

ট্যাগ: আইপিএল

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড