অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন

দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ১৫ মে, ২০২২ | ৬:০৮ 299 ভিউ
দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ১৫ মে, ২০২২ | ৬:০৮ 299 ভিউ
Link Copied!

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস অস্ট্রেলিয়ার টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

অস্ট্রেলীয় এ ক্রিকেট কিংবদন্তি মাত্র ৪৬ বছর বয়সে শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান । সিএনএনের খবরে তা জানানো হয়।

অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁদিকে যাওয়ার সময় তার গাড়িটই উল্টে যায়। পুলিশ বলছে, শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে হার্ভেরেঞ্জ রোডের ওপর দিয়ে গাড়িটি যাচ্ছিল বলে , প্রাথমিক ধারণা পাওয়া গেছে।

অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিকে বাঁক নেওয়ার সময় গাড়িটি উল্টে গেলে সঙ্গে সঙ্গে ৪৬ বছর বয়সি অস্ট্রেলীয় ক্রিকেটার সাইমন্ডস মারা যান ।

অস্ট্রেলিয়ার হয়ে সাইমন্ডস ১৯৮টি ওয়ানডে ম্যাচ, ১৪টি টি-টোয়েন্টি এবং ২৬টি টেস্ট খেলেছিলেন । দুবার বিশ্বকাপও জিতেছিলেন তিনি।

১৯৯৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে সাইমন্ডসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। রয় নামে ঝাঁকড়া চুলের সাইমন্ডস পরিচিত ছিলেন । তিনি ওয়ানডে ক্রিকেটে ৫০৮৮ রান করেছিলেন এবং ১৩৩ টি উইকেট নিয়েছিলেন। টেস্টে দুটি শতক সহ ১৪৬২ রান এবং ২৪ উইকেট নিয়েছিলেন সাইমন্ডস। আন্তর্জাতিক ক্রিকেটে সাইমন্ডস নিজেকে প্রমাণ করেছিলেন বিধ্বংসী ব্যাটার, কার্যকরী বোলার এবং দুর্দান্ত ফিল্ডার হিসেবে।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই কিংবদন্তি। এরপর মাইক হাতে তুলে নেন তিনি ধারাভাষ্যকার হিসেবে । সাইমন্ডস নানা বিতর্ক সৃষ্টি করেছেন নিজের ক্রিকেট ক্যারিয়ারে।

কখনও দলের মিটিংয়ের সময় মাছ ধরতে চলে গেছেন, কখনও মত্ত অবস্থায় মাঠে নেমেছেন। এছাড়াও ‘মাঙ্কি গেট’ বিতর্ক তো রয়েছেই, যেখানে সাইমন্ডস ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ।

সাইমন্ডস আইপিএলে ডেকান চার্জারের হয়ে ৫৩ বলে ১১৭ রান করে নজর কেড়েছিলেন । পরবর্তী সময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন আইপিএলে।

আরএইচ/দেস

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে রেলমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ দেবীগঞ্জে ইজারা ছাড়াই চলছে বালু উত্তোলন, ব্যবস্থা গ্রহণে প্রশাসনে ধীর গতি  তীব্র গরমে শিক্ষার্থীদের ফলের শরবত তৈরি করে খাওয়ালেন শিক্ষক  নতুন আন্তঃনগর ট্রেন হিসেবে যাত্রা শুরু করলো ‘চিলাহাটি এক্সপ্রেস’ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই   দেবীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই