অ্যান্ড্রয়েড ও আইওএস এ আসছে গুগল ম্যাপের নতুন দুটি ফিচার


সম্প্রতি টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল তাদের গুগল ম্যাপে দুটি নতুন ফিচার নিয়ে এসেছে। গুগল ম্যাপে দুটি আপডেট পাবেন ব্যবহারকারীরা, যার মধ্যে একটি হচ্ছে আইওএস এবং এন্ড্রয়েডে স্ট্রিটভিউ।
এতদিন স্ট্রিট ভিউ ফিচারটি ডেক্সটপে পাওয়া গেলেও এখন থেকে এই ফিচার পাওয়া যাবে আইওস ওএনড্রয়েডেও । গুগোল ইমেজারিতে কোন একটি জায়গা কিভাবে পরিবর্তন হয় তা বোঝা যায়। অর্থাৎ কোন একটি জায়গা আগে কেমন ছিল এবং বর্তমান সেই জায়গার অবস্থা কেমন তা জানা যায় স্ট্রিটভিউয়ের মাধ্যমে।
স্ট্রিটভিউ ফিচারটি আইফোন ও এন্ড্রয়েডে যেভাবে কাজ করে তা বোঝার জন্য এখন আপনাকে যেতে হবে গুগল ম্যাপে। সেখান থেকেই স্ট্রিটভিউ মোট চালু করুন এরপর সি মোর ডাটার (see more data) মাধ্যমেই হিস্টোরিক্যাল ইমাজিনারি দেখতে পাবেন।
এছাড়াও গুগলের পক্ষ থেকে একটি বিশেষ ক্যামেরা লঞ্চ করা হচ্ছে। যা সাধারণ ক্যামেরা থেকে একটু আলাদা। কারণ শুধু স্ট্রিট ভিউ ইমেজারি তুলতে সক্ষম ওই ফিচার। এই ক্যামেরাটি ৩৬০ ডিগ্রি ভিউ রয়েছে। যে কোনো গাড়ির সঙ্গে এই ক্যামেরা ব্যবহার করা যাবে।
এর জন্য বিশেষ কোনো ডিভাইসেরও প্রয়োজন নেই। এবিষয়ে গুগলের একটি ব্লগ পোস্টে জানিয়েছে , আগে এই ধরনের ছবি তোলার জন্য সম্পূর্ণ আলাদা ধরনের ক্যামেরা প্রয়োজন হতো। কিন্তু এখন সেই সব কিছুই প্রয়োজন নেই। গুগলের ক্যামেরা দিয়েই অত্যন্ত ভালো ছবি তোলা যাবে।
লাবু/এস.এম/ডিএস