অভিষেক চট্টোপাধ্যায়ের নামে নক্ষত্র উৎসর্গ

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১১ জুন, ২০২২ | ৮:৩০ 337 ভিউ
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১১ জুন, ২০২২ | ৮:৩০ 337 ভিউ
Link Copied!

আমি চলে গেলে আমার নামে একটা তারা বানিয়ে দেবে সৌমেনদা,’ প্রযোজকের কাছে এমনই আবদার করেছিলেন অভিষেক। কিন্তু এমনটা কেন বলেছিলেন তিনি? প্রয়াত টালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের নামে উৎসর্গ করা হলো ‘নক্ষত্র’।

সৌজন্যে অভিষেকের অভিনীত শেষ সিনেমার প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়। আবেগপ্রবণ অভিষেকের স্ত্রী সংযুক্তা ও কন্যা সাইনা। ভারতীয় সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানান সৌমেন চট্টোপাধ্যায়। অভিষেকের আবদার ‘আমি চলে গেলে আমার নামে একটা তারা বানিয়ে দেবে সৌমেনদা,’ প্রযোজকের কাছে এমনই আবদার করেছিলেন অভিষেক।

আরো পড়ুন:আবার ও বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন পরীমনি

কিন্তু এমনটা কেন বলেছিলেন তিনি? আসলে সৌমেনবাবু এর আগে তার বাবা-মায়ের নামেও এভাবে তারা উৎসর্গ করেছিলেন। সেই তারার নাম তাপসী-সন্তোষ। তার থেকে এ বিষয়টা জানতে পারেন অভিষেক। সেটা শুনেই এমন আর্জি করেছিলেন। বিষয়টা হাল্কাভাবেই নিয়েছিলেন সৌমেনবাবু। কিন্তু এভাবে যে শিগগিরই তাকে সেটা করতে হবে, তা ভাবতেও পারেননি তিনি।

প্রযোজক জানালেন, ‘আমি নিজে ক্যানসারের রোগী। আর ও চলে গেল আমার আগে! কিছুতেই ভুলতে পারছি না। আমি অভিষেকের ইচ্ছেটুকু রাখতে পেরেছি মাত্র।’ ইউনিকর্ন নক্ষত্রপুঞ্জের একটি তারাকে উৎসর্গ করা হয়েছে অভিষেকের নামে।

কীভাবে কারও নামে নক্ষত্র উৎসর্গ করতে হয়? বহু বেসরকারি সংস্থা টাকার বিনিময়ে এ ধরনের পরিষেবা দেয়। এখন অনলাইনেও কারও জন্য কোনও তারা উৎসর্গ করা সম্ভব।

আরো পড়ুন:৫১তম বাজেট উপস্থাপন: দাম কমবে যেসব পণ্যের

এক্ষেত্রে উল্লেখ্য, জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এটি প্রতীকী শ্রদ্ধা, ভালোবাসা জানানোর পদ্ধতি। অনেকটা চাঁদে জমি কেনার মতোই। জ্যোতির্বিজ্ঞানে কীভাবে তারার নামকরণ হয়? ১৯২২ সালে রোমে ইন্টারন্যাশানাল অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়নের প্রথম অধিবেশন হয়। সেই থেকে IAU-ই নক্ষত্রের নাম এবং সংক্ষিপ্ত রূপ প্রদান করে। IAU কমিটি বা ওয়ার্কিং গ্রুপ এ সিদ্ধান্ত নেয়। চলতি বছর ২৪ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: বিনোদন

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত