অবৈধ ভোগদখলকৃত জমি দখলে নিয়েছে জেলা প্রশাসন

দেবীগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্টার
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২২ | ১১:২৪ 300 ভিউ
দেবীগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্টার
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২২ | ১১:২৪ 300 ভিউ
Link Copied!

পঞ্চগড়ে অবৈধভাবে ভোগদখলকৃত ১৮.২৮ একর খাস জমি দখলে নিয়েছে জেলা প্রশাসন।

গত ২৬ শে এপ্রিল পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় মৌজায় অবস্থিত ১৮.২৮ একর খাস সম্পত্তি উদ্ধার করে জেলা প্রশাসন ।

পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এর নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) – নারারণ চন্দ্র বর্মণ ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)- দিপঙ্কর রায়, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল হক, পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক জুয়েল, অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মোঃ নুরুজ্জামান নুরু সহ স্থানীয় জনগণ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “উদ্ধারকৃত এই সরকারি সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ ১নং খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি ভারত সীমান্ত সংলগ্ন হওয়ায় বিভিন্ন প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবেল ভোগদখল করছিলেন। তবে অবৈধভাবে ভোগদখলকারীদের কোন ধরণের দলিল বা কাগজপত্র নেই।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, ” খাস সম্পত্তি উদ্ধার আমাদের একটি নিয়মিত কার্যক্রম, তবে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আশ্রয়ণ-২ এর কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি ও একক গৃহ উপহার প্রদান চলমান থাকায় আমাদের বিপুল পরিমাণ খাস সম্পত্তির প্রয়োজন দেখা দিয়েছে । এজন্য রমজান মাসেও আমরা এ কার্যক্রম অব্যাহত রেখেছি ও জোরদার করেছ। এরই ধারাবাহিকতায় বর্ণিত ১৮.২৮ একর খাস জমি উদ্ধার করা হয়।”


উল্লেখ্য, বর্তমান অর্থ বছরের জুনের মধ্যে পঞ্চগড় জেলাকে শতভাগ ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত ঘোষণা করার জন্য পঞ্চগড় জেলা প্রশাসন এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছে বলে জানা যায় ।

 

 

 

এস.এম/ডিএস

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত