বুধবার (৩০আগস্ট) দুপুরে উপজেলার বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে সুখাতি ও ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।
অভিযানে আবার তৈরিতে অনুমোদনহীন ফুড ফ্লেভার ও ফুড কালার ব্যবহারের দায়ে হোসেন বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও দইয়ে লেভেল ব্যবহার না করার দায়ে মুন্সী নূর হোটেলকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, “খাবার তৈরিতে অনুমোদনহীন ফুড ফ্লেভার ও কালার ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও দইয়ে লেভেল ব্যবহার না করার দায়ে দুই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থাপনায় ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ করা হয় এবং তৎক্ষণাত তা আদায় করা হয়। ভোক্তা স্বার্থ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন