বৃহস্পতিবার (২১ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে, সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া ৪ দরিদ্র শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এছাড়া ভর্তি ফি বাবদ প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন, পঞ্চগড় জেলার জেলা প্রশাসক- মোঃ জহুরুল ইসলাম ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক- আজাদ জাহান, দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী এবং পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাকসুদুল হক ।
মেডিকেল কলেজে চান্স পাওয়া ৪ মেধাবী শিক্ষার্থীর মধ্যে শান্ত ও নাঈমের বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়, সাকিবের বাড়ি পঞ্চগড় সদর উপজেলায় এবং ক্ষিতিশের বাড়ি দেবীগঞ্জ উপজেলায়।
২০২২ সালে অনুষ্ঠিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায়, শান্ত ও নাঈম রাজশাহী মেডিকেল কলেজে, সাকিব সুনামগঞ্জ মেডিকেল কলেজে এবং ক্ষিতিশ বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ এ চান্স পেয়েছে ।
পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম জানান, “এরা আমাদের রত্ন, এরা আমাদের দেশের হাজার হাজার শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা। আমরা আছি, তাদের সাথে। এরা আমাদের ই সন্তান ।”
উল্লেখ্য, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া চার শিক্ষার্থী দরিদ্র পরিবারের । কারো বাবা ভ্যান চালক, কারো বাবা শ্রমিক, কারো বাবা ইমাম আবার কারো বাবা বর্গা চাষী ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন