বুধবার ( ২০ এপ্রিল) দিবাগত রাত ১২ টায় পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় গ্রাম থেকে মোঃ জাহিদুল ইসলাম (৪৩) ও মোঃ হায়দার আলী (৩০) কে ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, আটোয়ারী উপজেলার নদীডাঙ্গী ঝাড়খান গ্ৰামের মৃতঃ বুধু এর পুত্র মোঃ জাহিদুল ইসলাম এবং ছেঁড়া ডাঙ্গা গ্ৰামের মোঃ রহিম উদ্দিন এর পুত্র মোঃ হায়দার আলী ।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ” উক্ত বিষয়ে আটয়োরী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন